মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবের উদ্যোগে ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, শামীম আশরাফ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সদস্য দাউদ হোসেন, আনোয়ারুল মোমেন ব্যালট, জাহিদুল ইসলাম, এমআর আশিক, আক্তারুজ্জামান, শামীম খান, আব্দুল হালিম চঞ্চল ও রাজেদুল ইসলাম রাজা। ওই প্রতিবাদসভায় বক্তারা ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।