মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সেমিনার প্রদর্শনীর দ্বিতীয় দিন। গতকাল বুধবার দ্বিতীয় দিনে এ প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সাইন্সটিফিকস অফিসার সানজিদা মোস্তফা (পিএইচডি), লিটন মুন্সি পিএসও, ড. সুলতানা আনজুমান আরা খানম, মাসুদুর রহমান (এসএসও), মৌসুনা ইসলাম (এসও), সুমন চন্দ্র দেবনাথ (এসও), রুবিনা আক্তার সহকারী কমিশনার ভূমি মহেশপুর ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান এসময় উপস্থিত ছিলেন। মহেশপুর উপজেলার ১৪টি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ও ৬টি সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রযুক্তি উদ্ধভাবন করে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এ প্রদর্শনী আজ বৃহস্পতিবার সমাপ্ত হবে।