স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি দেশের ২১তম রাষ্ট্রপতি। গতকাল বুধবার নির্বাচন ভবনে মো. আবদুল হামিদকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এরপরই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। সন্ধ্যায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ওই গেজেট তার হাতে তুলে দেন সিইসি ও অন্য চার কমিশনার। এদিকে মো. আবদুল হামিদ পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেন এলাকাবাসী।
এর আগে রাষ্ট্রপতি পদে দাখিল হওয়া মনোনয়নপত্র বুধবার সকালে পরীক্ষা করেন নির্বাচন কর্তা। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১২টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সিইসি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানান, প্রথম মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং আর কোনো প্রার্থী না থাকায় মো. আবদুল হামিদকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সিইসি বলেন, রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র পরীক্ষার পর মো. আবদুল হামিদ একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৭ মোতাবেক তাকে নির্বাচিত ঘোষণা করছি। তিনি বলেন, সম্ভবত আগামী ২৩ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথ নিতে পারেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে তিনটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিলো। প্রথমটিতে প্রস্তাবক ওবায়দুল কাদের ও সমর্থক তোফায়েল আহমেদ। দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক রাশেদ খান মেনন ও সমর্থক আ. স. ম ফিরোজ। তৃতীয় মনোনয়নপত্রের প্রস্তাবক হুসেইন মুহম্মদ এরশাদ ও সমর্থক মো. আতিউর রহমান আতিক। প্রথম মনোনয়নপত্র পরীক্ষায় বৈধ হওয়ায় দ্বিতীয় ও তৃতীয়টি পরীক্ষার প্রয়োজন হয়নি। দেশের ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদকে জেপির অভিনন্দন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টি (জেপি)। জেপি’র পক্ষ থেকে দলের চেয়ারম্যান এবং পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে জেপি’র নেতৃদ্বয় বলেন, তৃণমূল থেকে উঠে আসা এই বরেণ্য রাজনীতিবিদ ২য় বারের মতো রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার বিরল সম্মান অর্জন করেছেন। তিনি তার অসাধারণ প্রজ্ঞা ও অভিজ্ঞতা দ্বারা সকল শ্রেণির মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছেন এটা তারই স্বীকৃতি। জেপি’র নেতৃদ্বয় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা এবং দলের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘজীবন কামনা করেন।