গণসংযোগ ও পাঁচমাইলবাজারে কর্মী সমাবেশে আসাদুল হক বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পাঁচমাইল বাজারে কর্মী সমাবেশ করেন তিনি। কর্মী সমাবেশে তিনি বলেন, দেশের ক্রান্তিকালে হালধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। দেশ এখন অনেক এগিয়ে গেছে। এসময় তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষ এখন ভালো আছে যদি আগামী কালকের রায় নিয়ে কোনো নাশকতার চেষ্টা করেন তবে আওয়ামী লীগে পাল্টা জবাব দেবে। তিনি আরও বলেন, যদি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে চান তবে আবারও নৌকাকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হুমায়ন কবির, পদ্মবিলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মামুন হোসেন, পদ্মবিলা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন, পদ্মবিলা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম, পাঁচমাইল বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, পাঁচমাইল বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সহসভাপতি শাহাজাহান, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য মুকুল আলী, গালিব, রিজিক, খোদা বকস, কামরুল হাসান, আসিক, লিটন, সাগর, কাজল, আকাশ, তৌফিক, হামিদ, আরশাদ, জিনারুল, জাফর, সবুজ, আকবর, বাপ্পি, আলী, ডালিম, রেজাউল, রহিম, রাজ্জাক বিশ্বাস প্রমুখ।