দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে ৪ বছরের শিশু বলাৎকারের আসামি রনি জামিন পেয়েই বেপরোয়া হয়ে উঠেছে। মামলার বাদীর বাড়িতে ঢুকে মারধরসহ মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী বাদী শাহানারা খাতুন। জীবনের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী শাহানারা খাতুন।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর কাচারীপাড়ার মঙ্গল আলী ম-লের ৪ বছরের শিশু পুত্রকে মাস দুয়েক আগে চকলেটের লোভ দেখিয়ে পার্শবর্তী মাঠে নিয়ে বলাৎকার করে প্রতিবেশী সোহরাব হোসেনের ছেলে রনি। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন নিয়ে বলাৎকারের শিকার শিশুর মা শাহানারা খাতুন বাদী হয়ে পরদিন অর্থাৎ গত ৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। আটক করা হয় রনিকে। পরে আসামি রনির নাম পাল্টিয়ে মনি নাম দিয়ে ভুয়া জন্মসনদ আদালতে দেখিয়ে জামিন লাভ করে রনি। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই আসামি রনি বেপরোয়া হয়ে ওঠে এবং বাদী শাহানারা খাতুনকে গালিগালাজসহ মামলা তুলে নিতে হুমকিধামকি দিতে থাকে। এরই একপর্যায়ে গত সোমবার সকালে আসামি রনি, রনির মা আকলিমা খাতুন, তার দু’ভাই ওসমান ও গনী বাদী শাহানারা খাতুনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং শাহানারা খাতুনকে মারধরসহ অমানুষিক নির্যাতন করে। শাহানারা খাতুন পুনরায় দামুড়হুদা মডেল থানায় তাদের নামে অভিযোগ দায়ের করেন। ওই দিন দুপুরে প্রতিপক্ষ আকলিমা খাতুন থানায় গিয়ে অভিযোগ হয়েছে কি না দেখতে গেলে আকলিমা খাতুনকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়। থানা থেকে ছাড়া পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে রনি ও তার পরিবারের লোকজন। প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে অসহায় বাদী শাহানারা খাতুনের বাড়িতে থাকা দায় হয়ে উঠেছে। শিশু পুত্রকে নিয়ে প্রাণভয়ে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে রাতযাপন করতে হচ্ছে শাহানারাকে। জীবনের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী শাহানারা খাতুন।