দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠকে নুরুল আলম বাকুর সদস্যপদ বাতিল করা হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে বাকুর সদস্যপদ বাতিল হলো। নুরুল আলম বাকু প্রেসক্লাবের সদস্যপদ থাকা সত্বেও দর্শনা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যকরি সভাপতি হয়েছেন। ক্লাবের গঠনতন্ত্রের ৯ ধারার জ অনুচ্ছেদে বলা হয়েছে, দর্শনা প্রেসক্লাবের কোনো সদস্য অন্য প্রেসক্লাব ও এ জাতীয় কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবে না। হলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এছাড়া বর্তমান পরিষদের শুরুর দিকে অনুষ্ঠিত সাধারণসভায় এ ধরনের রেজুলেশন করা হয়। গঠনতন্ত্রের ৯ ধারার জ অনুচ্ছেদের আলোকে গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠকের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। সভায় উপস্থিত থেকে আলোচনা করেন সহসভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনজুর আহমেদ, কার্যনির্বাহী সদস্য হানিফ ম-ল, ইয়াছির আরাফাত মিলন ও তারিক জামান। সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক নুরুল আলম বাকুর দর্শনা প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।