জীবননগর ব্যুরো: যশোর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার চেয়ারম্যান শান্তনু ইসলাম সুমিত ও সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতারের প্রতিবাদ ও তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বুধবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডে মানবন্ধন ও প্রতিবাদসভা করা হয়েছে। জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিক ও দৈনিক লোকসমাজ পত্রিকার পরিবারের পক্ষ থেকে এ মানববন্ধন ও প্রতিবাদসভা পালন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে এ দু’সাংবাদিককে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু। দৈনিক লোকসমাজের জীবননগর প্রতিনিধি নূর আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সহসভাপতি জামাল হোসেন খোকন, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, সাংবাদিক শেখ শহিদুল ইসলাম ও নিলুফার ইয়াসমিন রানী। এসময় জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক এসএম মিঠুন মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মারুফ মালেক, প্রচার সম্পাদক এম রমজান আলী, সাংবাদিক রাজেদুল ইসলাম, রফিক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।