জীবননগর ব্যুরো: গতকাল বুধবার জীবননগরে দু’টি মোটরসাইকেল চুরি হয়েছে। চোরচক্র তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরি করে। এর মধ্যে রাতে জীবননগর বিজিবি ক্যাম্পের সামনের বাসা থেকে একটি ও গতকাল বুধবার দুপুরে ধাণ্যখোলা গ্রাম থেকে অপর মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানাতে পৃথক দুটি জিডি করা হয়েছে। জীবননগর উপজেলায় সম্প্রতি মোটরসাইকেল চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায়ই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও গ্রেফতার হচ্ছে না চোরচক্র। এদিকে গত মঙ্গলবার গভীর রাতে জীবননগর শহরের বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত আবু সাইদ বাবুল বাড়ির ভাড়াটিয়া মেটাল অ্যাগ্রো লিমিটেডের সহকারী বীজ উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামানের ১২৫ সিসি কালো রঙের ডিসকভার মোটরসাইকেলটি অফিসের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। অপরদিকে গতকাল বুধবার দুপুরে ধাণ্যখোলা গ্রামের পাঞ্জু ম-লের ছেলে পিন্টু মিয়ার ডিসকভার মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে থেকে চুরি করেছে চোরচক্র।