স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে জেলা সদরের আকন্দবাড়িয়া থেকে মাদক স¤্রাট সাফিয়া খাতুন সাফিকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। সাফিয়া খাতুন চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া তমালতলাপাড়ার ডালিমের স্ত্রী। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ফেনসিডিলসহ সাফিয়া খাতুনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম ও এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া তামালতলায় ডালিমের বাড়িতে অভিযান চালান। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সাফিয়া খাতুন সাফি বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। পরে সাফিকে আটক করে তার কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকালই মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।