স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পাঁচজন মৃত সদস্যদের পরিবারের মাঝে এককালীন নগদ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জের মৃত আকমান ড্রাইভার, শহরতলীর দৌলতদিয়াড়ের মৃত নাসির উদ্দীন ড্রাইভার, সাতগাড়ির মৃত শেখ সেলিম (ফয়জুল) ড্রাইভারের প্রতিটা পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে এবং মুক্তিপাড়ার মৃত আবুল কাশেম সুপারভাইজার ও দর্শনার মৃত আল মমিন হেলপারের পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে এককালীন নগদ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন ম-ল, সহসভাপতি আইনাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।