স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা অফিসার ও কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম নবী উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে চুয়াডাঙ্গায় ৩টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আগামী বুধবার সকাল সাড়ে ৯টায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ও কাব্য প্রতিযোগিতা। খ-গ্রুপে ছাত্র ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী উচ্চতা-সর্বোচ্চ ৪ ফুট ১১ ইঞ্চি এবং খ-গ্রুপ ছাত্রী ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর উচ্চতা সর্বোচ্চ ৪ ফুট ৯ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এদের বয়স হতে হবে অনুর্ধ ১২ বছর। প্রতিযোগিতায় ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বীরপুরুষ কবিতা আবৃত্তি করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় খ-গ্রুপ বালক-বালিকাদের জন্য ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ ও অঙ্ক দৌড় অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গান, পল্লীগীতি/লোকগীতি ও নৃত্য পরিবেশন করা যাবে। উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শ্রেষ্ঠ কাব্য শিশু নির্বাচন করা হবে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হবে।