গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী বাজার কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার দুপুরে বাজার কমিটির অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গাংনী বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার হাজি আলফাজ উদ্দীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ও ভারপ্রাপ্ত পৌর মেয়র নবীর উদ্দীন। নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, সহসভাপতি আক্তারুজ্জামান কাজল, সহসাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক তুহিন রেজা, দফতর সম্পাদক রাজিব মিয়া রাজু, প্রচার সম্পাদক কাজিম উদ্দীন, নির্বাহী সদস্য সেলিম রেজা, উজ্জ্বল হোসেন, আব্দুল বারী সাগর, সেকেন্দার আলী, মামুনুর রশিদ, জামিল হোসেন, বিল্লাল হোসেন ও এনামুল হককে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হাজি আলফাজ উদ্দীন। নির্বাচন কমিশন সদস্য আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, সহকারী প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম, নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ও বিদায়ী সভাপতি হাজি হাফিজুর রহমান মানিক।
স্বাগত বক্তব্যে বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮’র সার্বিক দিক তুলে ধরে প্রার্থী, ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন কমিশন সদস্যসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। শপথের মধ্যদিয়ে বাজার ও বাজারের ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গিকার করেন নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।