গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর কাজিপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পিরতলা পুলিশ ক্যাম্পের একটি দল পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ছাড়াও ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, কাজিপুর সীমান্ত এলাকা থেকে একটি ফেনসিডিল চালান কুষ্টিয়ার দিকে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। পুলিশ দেখে মোটরসাইকেলসহ ফেনসিডিল ফেলে পালিয়ে যার চালক। ঘটনাস্থল থেকে ৭৪ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল হওয়ায় প্রাথমিকভাবে এর মালিকের নাম জানা যায়নি। তবে মালিকের নাম জানা সাপেক্ষে তার নামে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।