কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সে কুষ্টিয়া মঙ্গলবাড়িয়া এলাকার শ্যামালী পরিবহনের সুপারভাইজার পলাশের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গৃহবধূ ফিরোজার পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিলো ঈশ্বরদীতে। এ নিয়ে গত মঙ্গলবার রাতে তার স্বামীর সাথে মোবাইলফোনে বাগবিত-া হয় বলে জানান নিহতের শাশুড়ি। তিনি বলেন, সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ফিরোজাকে পরীক্ষা দিতে যেতে নিষেধ করে তার স্বামী পলাশ। এদিকে সকালে ঘরের ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) শেখ ওবায়দুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে।