স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের ৬ষ্ঠ খেলায় হাইস্কোরিং ম্যাচে সানরাইজার দশমাইল ৪ উইকেটে কিংস ইলেভেন জীবননগরকে পরাজিত করেছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে কিংস ইলেভেন জীবননগর প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ওভারে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ১৬ বল হাতে রেখেই সানরাইজার দশমাইল ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৪ উইকেটে জয়লাভের মাধ্যমে লিগ পর্বে নিজেদের পরপর ২ ম্যাচে জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসলো সানরাইজার দশমাইল। একই সাথে সেমিফাইনালের পথও সুগম হলো। এ জয়ে টিম মালিক আব্দুল মোতালেব খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। ম্যাচে বিজয়ী দলের অধিনায়ক আব্দুল মমিন ৬৫ রান ও ৩ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ ও হাইয়েস্ট স্কোরার নির্বাচিত হয়। এছাড়া কিংস ইলেভেন জীবননর দলের মারুফ হাইয়েস্ট উইকেট টেকার, একই দলের রাজিব ও বিজয়ী দলের পারভেজ যৌথভাবে বিগ সিক্সের পুরস্কার লাভ করে।
ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন মালিক। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, সহসভাপতি ও এএফসি ফুটবল কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কৃতি অ্যাথলেট সাইদুর রহমান মালিক, উদ্দীপন ক্লাব কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বদরউদ্দীন খান, চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, ডিএফএ সদস্য হামিদুর রহমান সন্টু ,সাব্বির কামাল, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব প্রমুখ। আজ একই মাঠে সকাল ৯টায় লিগের ৭ ম্যাচে মুখোমুখি হবে মুন্সিগঞ্জ টাইটান্স ও ফাস্টক্যাপিটাল সুপার কিংস।