আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দু’মাদকসেবীকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে উপজেলার হাকিমপুর গ্রামের শোরশেদ ম-লের ছেলে আজিজুল হককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের শুকুর আলীর ছেলে মিন্টুকে আটক করে পুলিশ। তার কাছ থেকেও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।