স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আলী গ্রামের হাশেম আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্সের ছাত্র। প্রেম সম্পর্ক নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, রিপন আলী গতকাল বুধবার সকালে বাড়ি থেকে বের হয়। বেলা ২টার দিকে গ্রামের ক্যানেলের মাঠে একটি গাছ ধেকে রিপনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকার অনেকেই জানান, রিপনের প্রেম সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় রিপন আত্মহত্যা করে থাকতে পারে।