বাড়াদি প্রতিনিধি: আলমডাঙ্গার এনায়েতপুরের কলিম উদ্দিন ও তার ছেলে বিটুকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় হাজিরা দিতে গিলে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুরের কলিম উদ্দিন ও তার ছেলে বিটু বিদেশে টাকা পাঠানোর নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছে। তারা একই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে কালাম বিশ্বাসের কাছ থেকে ৬ লাখ, আলাউদ্দিনের ছেলে বদর উদ্দিনের কাছ থেকে ২ লাখ ও হেবার কাছ থেকে ৭ লাখ টাকা এছাড়াও আখের আলীর ছেলে আকতার আলী ও তৈয়বের নিকট থেকেও টাকা নেন তারা। তাদের বিদেশে পাঠাতে না পারলে আদালতে মামলা করেন ভুক্তভোগীগণ। এ মামলায় পিতা-পুত্র আদালতে হাজিরা দিতে যান। এসময় পুলিশ তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করে।