চুয়াডাঙ্গায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষকে কখনও মিথ্যা প্রতিশ্রুতি দেননি, আগামীতে দেবেন না। আমরা ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে পরিমাণ উন্নতি হয়েছে, স্বাধীনতার ৪৬ বছরে কোনো সরকার করতে পারেনি। আমরা স্বাধীনতা বিরোধীদের পক্ষে ছিলাম না থাকবো না। যে পাকিস্তান বাংলাদেশের মানুষকে অমানুষিক নির্যাতন করেছে বিগত জামায়াত-বিএনপি সরকারের আমলে পাকিস্তানি রাজাকার আলবদরদের পক্ষে তারা কথা বলেছে। উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর এলাকার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হটানো সম্ভব না। বঙ্গবন্ধুর হত্যাকারীসহ তাদের বংশধরেরা এখনও এদেশে আছে। তারা বাংলাদেশকে একটি অরাজকতার রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। বঙ্গবন্ধু যেমন বাঙালীদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলো ৫২ এর ভাষা আন্দোলন থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধু জীবন দিয়ে প্রমাণ করে গেছে তিনি বাংলাদেশকে কতটা ভালবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিকেরা এখনও এই বাংলাদেশে আছে। প্রধানমন্ত্রীকে ১৯ বার মারার চেষ্টা করেও মারতে পারেনি, কারণ আমরা সত্যের পথে আছি। মহান আল্লাহ প্রধানমন্ত্রীর হাত দিয়ে বাংলাদেশের উন্নতি করাবে বলেই এখনও তিনি বেঁচে আছেন। আওয়ামী লীগ মিথ্যা প্রতিশ্রুতি দেয়না। আগামী নির্বাচনে আমাদেরই জয় হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা ছুন্না, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ম-ল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, দফতর সম্পাদক আবু তালেব, অর্থ বিষয়ক সম্পাদক আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহরাব উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা পলি, জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য অ্যাড. বেলাল হোসেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুস্তাক আহমেদ ডালিম, জাতীয় শ্রমিক লীগের সহ দফতর সম্পাদক আসাদুজ্জামান শিমুল প্রমুখ। উপস্থপনা করেন যুবলীগ নেতা আব্দুল কাদের।