মেহেরপুর অফিস: ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধ করতে সদর উপজেলা তাঁতী লীগের উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা তাঁতী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সদর থানা তাঁতী লীগের সভাপতি সোহেল আহমেদ। সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সুইট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, নাদিম আহমেদ, সাংগাঠনিক সম্পাদক রায়হান, যুগ্মসম্পাদক সেলিম, মানিক, সদর থানা সহসভাপতি তোহিদুল ইসলাম, মুক্তি, মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল, গাংনী থানা তাঁতী লীগের আহ্বায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ। বক্তরা বলেন, ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে মেহেরপুর জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা জনগণের যানমাল রক্ষায় ভূমিকা রাখবেন।