মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের স্কুলছাত্রী নিজ বাড়িতে একাকি অবস্থান করছিলো। এ সময় ভ্রাম্যমাণ চকলেট বিক্রেতা আলিফ হোসেন মেয়েটিকে একা পেয়ে চকলেট দেয়ার প্রলোভন দিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানালে সন্ধ্যায় মুজিবনগর থানায় মেয়েটির মা বাদি হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলিফকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলিফ ধর্ষণের কথা স্বীকার করেছে পুলিশের কাছে। অভিযুক্ত আলিফ হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা।
মুজিবনগর থানা উপ-পরিদর্শক সুব্রত কুমার পাল জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ায় ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে এবং অভিযুক্ত আলিফ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।