আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা, ভূমি অফিস ও গড়গড়ি আবাসন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার পরিদর্শনের একপর্যায়ে বেলা সাড়ে ১১টায় তিনি আলমডাঙ্গা থানায় পৌঁছান। সে সময় জেলা প্রশাসককে থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মাদকব্যবসা নিয়ন্ত্রণ ও মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় জেলা প্রশাসক আলমডাঙ্গা থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি আইনশৃঙ্খলা বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ খান, ওসি (তদন্ত) লুতফুল কবীর, এসআই জিয়া, এসআই সাইফুল, এসআই মহাব্বত, এসআই অচিন্ত্য, এসআই গিয়াস, এসআই একরামুল, এসআই মহসিনসহ সকল কর্মকর্তা-কর্মচারী। শেষে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।