ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৮টি হাতবোমাসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে জেলার ছয় উপজেলা থেকে ১৫ বিএনপি ও ৫ জামায়াত নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮টি হাতবোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।