ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৩ শ্রমিকের স্বজনদের মধ্যে লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুদানের চেক প্রদান করা হয়। মৃত ৩ শ্রমিকের স্বজনদের হাতে ১ লাখ ৬ হাজার টাকা প্রদান করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, কার্যকরি সভাপতি একরামুল হক লিকু, সহসভপতি আবু সাঈদ, অলিউর রহমান, বাটুল মোল্লা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সহসাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম বাবুল, মিজানুর রহমান মাছুম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহসাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, দফতর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির ফয়সাল মহব্বত, শ্রম কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ সামসুল আলম, সড়ক সম্পাদক সেলিম মিয়া, কার্যকরি সদস্য আজিম খন্দকার, গোলাম মোস্তফা ডাবলু, সুমন ব্যানা, পলাশ কুমার বসু, লিটন মিয়া, রবিউল ইসলাম, বিজন ম-ল, অফিস সহকারী জামিরুল ইসলাম, মিরাজুল ইসলাম ও আতর আলী ওরফে আক্কাস আলীসহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ ৩ শতাধিক শ্রমিকবৃন্দ। এ সময় চালক মৃত মোশাররফ হোসেনের স্বজনদের কাছে ৪২ হাজার টাকা, সুপারভাইজার মৃত গোলাম রসুলের স্বজনদের কাছে ৪২ হাজার টাকা, হেলপার মৃত মুনিপ সর্দ্দারের স্বজনদের কাছে ২২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য, নিয়মিত মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ইউনিয়নের নেতৃবৃন্দ।