ঝিনাইদহে জাতীয় সঙ্গীতের ডিভিডি বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চার জন্য ঝিনাইদহের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের ডিভিডি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ডিভিডি বিতরণ করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জেলার ১৪শ’ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের একটি করে ডিভিডি প্রদান করা হয়।