ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাধুহাটি ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৩টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কবির হোসেন, বক্তব্য রাখেন সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক সাহেব আলী দুলাল, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সমাজসেবক আইয়ুব আলী, ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আরমান, সোহাগ, নূরুল হুদা, সজীব প্রমুখ। প্রধান অতিথি কাজী নাজীর উদ্দীন বলেন, খেলা ধোলা শরীরচর্চা, মানুষকে সুস্বাস্থ্যদান করে, আমাদের জীবরে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দরকার রয়েছে। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহন সরোজগঞ্জ একাদশ ও ঝিনাইদহ একাদশ।