স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা আজ উদ্বোধন করা হবে। চুয়াডাঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৮টায় ওই প্রতিযোগিতার উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান (পিপিএম) এবং জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উল্লেখ্য, চুয়াডাঙ্গা ভেন্যুতে এ বছর ৮টি স্কুল টিম দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ‘এ’ গ্রুপে আছে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়। ‘বি’ গ্রুপে রয়েছে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ একাডেমি ও চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়।