মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় নীলমণিগঞ্জ ফুটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলা সদরের নীলমণিগঞ্জ ফুটবল মাঠে মোমিনপুর ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। প্রধান পেষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক হোসেন, সরিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ হাসান জাহাঙ্গীর। এ প্রতিযোগিতায় মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী, চাঁদপুর, কাথুলী, সরিষাডাঙ্গা ও নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, অঙ্ক দৌঁড়, গুপ্তধন ছোট, ভারসাম্য ও ক্রিকেট বল খেলায় অংশগ্রহণ করে। খেলাটি পরিচালনা করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকতিয়ার হোসেন।