গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে প্রাকপ্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। জানা গেছে, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) ২০১৫ সাল থেকে এ উপজেলায় সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় শিশুদের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি বছরে প্রকল্পের আকার ছোট হওয়ায় প্রাকপ্রাথমিক বিদ্যালয় স্থানীয় সিসিজি ও এসএমসি কমিটি দ্বারা পরিচালনার জন্য উদ্বুদ্ধ করেন পিএসকেএস দায়িত্বপ্রাপ্তরা। সে লক্ষ্যে সিসিজি ও এসএমসি সদস্যবৃন্দ চেয়ারম্যানের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দিয়ে ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি প্রাকপ্রাথমিক বিদ্যালয় পরিচালনায় সহায়তার হাত বাড়ান। উদ্বোধনী অনুষ্ঠানে পিএসকেএস শিশুদের জন্য প্রকল্পের উপপ্রকল্প পরিচালক, টেকনিক্যাল অফিসার (অ্যাডুকেশন), ইউনিয়ন সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটরগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।