গাংনী প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সম্ভাব্য নাশকতার প্রতিবাদে মেহেরপুর গাংনী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম তোহিদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীব, সম্পাদক প্লাবন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সজিব আহম্মেদ, সহসভাপতি ফারুক আহম্মেদ ও কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিব, ফারুক আহম্মেদ ও সাগর, যুগ্ম সম্পাদক জাভেদ আজিম ডলার আল মুস্তাকিম ও অনিকসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে কোনো প্রকার নাশতকা করতে না পেরে সেলক্ষ্যে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এ লক্ষ্যে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি।