চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে দালালি রোধে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার ইকবালকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি কাজের আদেশ অমান্য করার অপরাধে দ-বিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা বিআরটিও কার্যালয় কিছুতেই যেন দালালমুক্ত করা যাচ্ছে না। একদিকে কথিত দালালের উৎপাত, অপরদিকে নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানোর পুরোনো রেওয়াজ। ফলে ভোগান্তি থেকে রেহায় পেতে অনেকেই দালালদের হাতে কিছু টাকা গোচিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ বাস-ট্রাক মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাতে গিয়ে উল্টো সরকারি কাজ বাধাগ্রস্থ হয়। তাছাড়া ওই কথিত দালালদের কেউ কেউ অফিসের লোক সেজে মোটাঅঙ্কের উৎকোচও আদায় করে। এসব কাজ করা সরকারি আদেশবলে অবৈধ। এই অবৈধ কাজ করার দায়ে গতকালও একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। ৫ দিনের দণ্ডাদেশ প্রাপ্ত আসামি চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার বজলুর রহমানের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন বিআরটি অফিসার আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক এসএম সবুজ। বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন পেশকার আব্দুল লতিফ। রায়ের পর দণ্ডিত আসামি ইকবালকে (৩৫) কারাগারে নেয়া হয়।