স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের ৫ম ম্যাচে ফ্রিডম ফাইটার আটকবর ৫০ রানে দর্শনা ডেয়ার ডেভিলসকে পরাজিত করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে দর্শনা ডেয়ার ডেভিলস প্রথমে ফ্রিডম ফাইটার আটকবর দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ফ্রিডম ফাইটার ব্যাটিংয়ে নেমে ওয়ান ডাউন ব্যাটসম্যান আব্দুল্লাহর ৬৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে দর্শনা ডেয়ার ডেভিলস ১০২ রানে অলআউট হয়। ফলে ৫০ রানে জয়লাভ করে ফ্রিডম ফাইটার আটকবর লিগ পর্বের ৩ ম্যাচের প্রথমটিতে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়ে সহজ জয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়ে ম্যাচ জয় করায় টিম মালিক জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
ম্যাচে ৬৬ রান ও ৪ উইকেট দখল করে বিজয়ী দলের আব্দুল্লাহ লিগে দ্বিতীয় বারের মতো ম্যান অব দ্য ম্যাচ ও হাইয়েস্ট স্কোরার নির্বাচিত হয়। আব্দুল্লাহ আলমডাঙ্গার আসমানখালী বন্দরভিটার আওয়ামী লীগ নেতা বজলুর ভাতিজা। এছাড়া হাইয়েস্ট উইকেট টেকার নির্বাচিত হয় বিজয়ী দলের স¤্রাট এবং যৌথভাবে বিগ সিক্সের পুরস্কার লাভ করে আফজাল ও তৌফিক। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন একুশে টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক আতিয়ার রহমান, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ রাজু আহমেদ, বিপ্লব মোবাইল সার্ভিসের স্বত্বাধিকারী বিপ্লব হোসেন, সাজিম স্টিল ফার্নিচারের স্বত্বাধিকারী রমজান আলী ও রোকন কম্পিউটারের স্বত্বাধিকারী রোকনুজ্জামান।
আজ একই মাঠে সকাল ৯টায় লিগের ৬ষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন জীবননগর ও সানরাইজার দশমাইল।