আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসাদুল হক বিশ্বাস
স্টাফ রিপোর্টার: একটি সুশিক্ষিত জাতি দেশকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে। বর্তমান সরকার শিক্ষার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল বিকেল ৫টায় তিতুদহ ইউনিয়নের ৩৪নং খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, গড়াইটুপি ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, (অব.) শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টার, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় সভাপতি শফিকুর রহমান রাজু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মতিন, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি হাফিজুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজুল ইসলাম।