দর্শনা ও কার্পাসডাঙ্গায় গণসংযোগ ও পথসভায় আওয়ামী লীগে নেতা নজরুল মল্লিক
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক দামুড়হুদা উপজেলার দর্শনা ও কার্পাসডাঙ্গায় গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থানে তিনি পথসভা করেন। পথসভায় তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল দেশে পরিনত করেছে। সরকারের নিজ অর্থায়নে পদ্মা সেতু তৈরী করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করেছে। উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ দেশ বিশ্ব দরবারে নতুন করে পরিচিত হচ্ছে। চুয়াডাঙ্গা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক আরও বলেন, আমি যদি নমিনেশন পেয়ে জয়লাভ করি তাহলে আমি আপনাদের মাঝে একজন আওয়ামী লীগের কর্মী হয়ে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সুখে দুঃখে থাকতে পারি। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রফিক, সাখাওয়াত, সোহরাব হোসেন, তোফায়েল আহম্মেদ, ফারুক আহম্মেদ, শফিকুল ইসলাম, জুলফিকার হায়দার, মোজাম্মেল হক, ফিদা হাসান, শিক্ষক আলা উদ্দিন, গোলাম রসুল, শহিদুল মালিতা, আব্দুল হাকিম, মজিবুর রহমান, বদিউজ্জামান বদ্দি, যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু, তুহিন আক্তার, সাইফুল আজম হারুন, আলম, বদর উদ্দীন, আব্দুল গণি, খোকন, আব্দুর রহমান, আবু সাঈদ, রহমত আলী প্রমুখ।