ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় আমানত সংগ্রহ মাস উদযাপন উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আলুকদিয়া পূবালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের মিটিং রুমে ৫৯তম বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেডের আলুকদিয়া বাজার শাখা ব্যবস্থাপক সেলিম রেজা। উপস্থিত ছিলেন জেলা জজ কোর্ট পূবালী ব্যাংকের প্যানেল আইনজীবী সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী সানোয়ার হোসেন, রানা বিশ্বাস, মহাসিন আলী জোয়ার্দ্দার, ফরিদ হোসেন, গিয়াস উদ্দিন, আব্দুল হামিদ মোল্লা, সুলতাল আলী, আখতার হোসেন, আক্কাস আলী, গোলজার হোসেন, বদিউর রহমান মালিক, আশাদুল হক, আলুকদিয়া পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার ইসরাত জাহান, অফিসার হুমায়ন কবীর, জুনিয়র অফিসার মীনাক্ষী সাহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মাজেদুর রহমান। আলোচনায় বক্তরা ব্যাংটির সার্বিক কার্যক্রমের বিষয় তুলে ধরে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন।