কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গার কৃতিসন্তান মৃত আব্দুস ছামাদের ছেলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার জাহাঙ্গীর বিশ্বাসের শিশুতোষ কাব্যগ্রন্থ ফুলের হাসির মোড়ক উন্মোচিত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির একুশে বই মেলায় এ বইটি উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেশবরণ্য বিশিষ্ট কবি আল আসাদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, বিশিষ্ট কবি মাহমুদুল হাসান প্রমুখ।