দামুড়হুদায় মিড ডে মিল ও টিফিনবক্স বিতরণকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
দামুড়হুদা প্রতিনিধি: আপনার সন্তানকে টিফিনবক্সে খাবার দিয়ে স্কুলে পাঠান। তারা সহপাঠীদের সাথে খাবার ভাগাভাগি করে খাবে। একসাথে খেতে খেতেই তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। এভাবেই একদিন তারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। আপনার সন্তানকে ফার্স্ট-সেকেন্ডের প্রতিযোগিতায় না নামিয়ে তাদের মধ্যে নৈতিক শিক্ষা গড়ে তুলুন। দেখবেন সে একদিন ঠিকই প্রকৃত দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠবে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে দামুড়হুদার উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিনবক্স বিতরণকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আজকের শিশুরা খেলতে খেলতে শিখবে। তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা যাবে না। বাড়তি চাপ সৃষ্টি না করে তাদের মতো করে শিখতে দিলেই সে একদিন আলোকিত সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা, প্রধান শিক্ষক শামসুন্নাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বিযদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে অভিভাবকদের অর্থায়নে বিদ্যালয়ের সাড়ে ৪শ শিশু শিক্ষার্থীদের দুপুরে ডিম-খিচুড়ি খাওয়ানো হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম।