স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়ক শহীদ আবুল কাশেম সড়কে অবশেষে ঠিকাদারের লোকজন কাজ শুরু করেছেন। যদিও সড়কের কাজ করার সময় ধুলো নিবারনের জন্য পানি ছেটানোর কথা। তা হচ্ছে না। আবার কিছু স্থানে খুড়ে মৃত্যু ফাঁদ করে রাখলেও সেখানে সতর্ককরণ সাইনবোর্ড দেয়া হয়নি। এ কারণে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা বিরাজ করছে। এ অভিযোগ করে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গতকালও পৌরসভার নিকট একটি ট্রাক মাটিতে দেবে যায়। চালক ছোটন অভিযোগ করে বলেন, সড়কের নির্মাণ কাজ হলে সবস্থানেই সাইনবোর্ড দিয়ে জানানো হয় কাজ হচ্ছে। সতর্কতার সাথে চলাচল করতে হবে। পৌরসভা মোড়ে তা না থাকায় ট্রাকের চাকা নিচে দেবে ডসে নাকানানি চুবানি থেকে হচ্ছে। ভাগ্যিস প্রাণহানীর মতো ঘটনা ঘটেনি।
প্রসঙ্গতঃ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সুবদিয়া ও চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা পর্যন্ত সড়ক প্রশস্তকরণসহ নির্মাণ কাজ চলছে। এ কাজেরই অংশ চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়ক শহীদ আবুল কাশেম সড়কের নির্মাণ কাজ। এ কাজে দীর্ঘদিন ধরে ধীর গতির কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় পথচারীসহ সড়কের দু’ধারের ব্যবসায়ী ও বাসিন্দাদের। ধুলোজনিত এজমা রোগীদের তো কষ্টের শেষ নেই। পরিস্থিতি অবলকনে জেলা প্রশাসক ও হুইপের বিশেষ উদ্যোগে পুনঃপুন তাগিদ দিয়ে কাজ শুরু করলেও দুর্ঘটনা রোধে বাড়তি ব্যবস্থা না থাকায় সচেতনদের অনেকেই উদ্যোগের সাথে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।