মেহেরপুর অফিস: পাকান, রস পিঠা, চিতাই পিঠা, জামাই পিঠা, দুধ পিঠা, ঝিনুক পিঠা, পাটিসাপটা, রসপিঠাসহ হরেক রকমের পিঠার সমাহার বসেছিলো মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ পিঠা উৎসব কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে সাজসাজ রব। কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালির হারিয়ে যেতে বসা পিঠা নতুন প্রজন্মকে কাছে পরিচয় করে দিতে এ পিঠা উৎসবের আয়োজন বলে জানান রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিঠা পুলি উৎসব কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফুয়াদ খান, রাজশাহী সরকারি কলেজের সহযোগী অধ্যপক ড. ফিরোজ মাহমুদ, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যপক ড. ইনাম হোসেন, আব্দুল আজিজ।
পিঠা পুলি উৎসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের প্রভাষক বশির আহামেদ, সানজিদা ফেরদৌস, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। উৎসবে ১২টি স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পিঠা পুলি উৎসব কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলির স্বাদ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন। তিনি বলেন, পিঠা পুলি উৎসবে ৭টি স্টলে ১৮০ রকমের পিঠা স্থান পেয়েছে। এসময় সেখানে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।