মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর কলেজের ছহিউদ্দিন আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন। এসময় পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হিরা, পৌর কলেজের উপাধ্যক্ষ মহাসিন আলী, সহযোগী অধ্যাপক মাসুদ রেজা, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ পৌর কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। পরে ভবনের ৪ তলায় হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ফরহাদ হোসেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উন্নয়নের লক্ষ্যে মোট ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবনটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদফতর। পরে সেখানে দোয়া প্রর্থনা করা হয়।