মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মো. জয়নাল আবেদীন গতকাল সোমবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন। মোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল কাদের মালিথার সভাপতিত্বে সাবেক এমপি জয়নাল আবেদীন মোনাখালী চাষী ক্লাব চত্ত্বরে তার সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় নৌকার পক্ষ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আরও বক্তব্য রাখেন মেহেরপুর শহর আ.লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মেহেরপুর শহর আ.লীগের ১নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি আলামিন হোসেন, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মিসকিন, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, আবদার আলী জিয়া, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, ছাত্রলীগ নেতা রাশেদ লতিফ প্রমুখ। পথসভায় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন যুবলীগ নেতা আবু শাকিল আংগুর।