কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রশ্ন ফাঁসে সহযোগিতা করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে উপজেলার জেএমজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, বেলা ১১টার দিকে জেএমজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র আতিয়ার রহমান নামে সাবেক এক ইউপি সদস্য মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের ছবি উঠিয়ে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা করছিলো। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রশ্ন ফাঁসে সহযোগিতা করার অভিযোগে ফারজিনা আক্তার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।