দামুড়হুদা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর আলোকে দামুড়হুদা পাইলট হাইস্কুল চুয়াডাঙ্গা জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ২০১৭ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এছাড়া ২০১৬ সালে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিএসসি গণিত) শফিকুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন। বিদ্যালয়টি জাতীয়করণসহ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সভাপতি জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ।