স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন খাঁন। গতকাল সোমবার তিনি বিদায়ী ওসি তোজাম্মেল হকের নিকট থেকে যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেন। আজ মঙ্গলবার থেকে অফিসার ইনচার্জ হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করবেন নবাগত ওসি দেলোয়ার হোসেন খাঁন। দায়িত্বভার গ্রহণের পর গতরাতে তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমার আন্তরিকতায় কোনো কমতি থাকবে না।
ইন্সপেক্টর দেলোয়ার হোসেন খাঁন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়দা গ্রামের কৃতিসন্তান। পিতা মরহুম ছাব্দার হোসেন খাঁন। ২০০৪ সালের ১ নভেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ নড়াইল জেলা সদরের সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে বদলির আদেশ পান। গতকাল সোমবার তিনি সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।