স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের ৪র্থ ম্যাচে সানরাইজার দশমাইল উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৫ রানে ওয়ালটন কিংসকে পরাজিত করেছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জয়লাভ করে সানরাইজার দশমাইল নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে ওয়ালটন কিংস ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সমর্থ হয়। ফলে প্রতিদ্বন্দি¦তা পূর্ণ ম্যাচে ৫ রানে জয়লাভ করে সানরাইজার দশমাইল। দল জয়লাভ করায় সানরাইজার দলের মালিক আব্দুল মোতালেব সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন।
ম্যাচে ৪৩ রান ও ২ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ওয়াল্টন কিংসের তরিকুল ইসলাম। এছাড়া সর্বোচ্চ ৪৫ রান করে হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে বিজয়ী দলের আব্দুল মমিন, হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে এবং বিগ সিক্স হাকিয়ে সিটি গোল্ডের চেইন জিতে নেয় বিজয়ী দলের ফয়সাল। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার যিনি ঢাকার বিভিন্ন মাঠ কাঁপিয়ে কোলকাতার বিভিন্ন মাঠে ফুটবলে চমক সৃষ্টি করেছিলেন সেই আশরাফ জোয়ার্দ্দার সাবু, চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সহসভাপতি ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ, আম্পায়ার এসআই শুভ ও র.ই রবিন।
আজ একই মাঠে সকাল ৯টায় ৫ম ম্যাচে মুখোমুখি হবে ফ্রিডম ফাইটার আটকবর ও দর্শনা ডেয়ার ডেভিলস।