মেইন ক্যানেলে নির্মিত অবৈধস্থাপনা সরিয়ে নিতে আল্টিমেটাম
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় কুমার নদে (জিকে সেচ প্রকল্পের মেইন ক্যানেল) প্রতিমা বিসর্জনের স্থান নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড পত্তন করলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু। সে সময় তিনি জিকে সেচ প্রকল্পের মেইন ক্যানেল দখল করে নির্মিত ও নির্মিতব্য অবৈধ বাড়িঘর ও প্রতিষ্ঠান সরিয়ে নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে ভেঙে দেয়া হবে বলে হুশিয়ার করেন। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, জহুরুল ইসলাম স্বপন, মতিয়ার রহমান ফার”ক, আলাল আহমেদ, মামুন অর রশিদ হাসান, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহসভাপতি বাবু সুনিল অধিকারী, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, সাংগঠনিক সম্পাদক পরিমল ঘোষ কালু, যুব সম্প্রদায়ের নেতা বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচ্যর্জ, সুমিল ভৌতিকা, রথতলা দূর্গা মন্দিরের সভাপতি অশোক সাহা, সুধাংশ ব্যানার্জি, বিপ্লব, জয় কুমার বিশ^াস ও মিলন দাসসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।