দেশি টুকরো

দুই মেয়াদে ৪ হাজার কেজি স্বর্ণ আটক হয়েছে 

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বর্তমান সরকারের দুই মেয়াদে অবৈধভাবে আনা চার হাজার ১৩০ দশমিক ৪২৫ কেজি স্বর্ণ আটক করা হয়। রোববার সংসদে সরকারি দলের সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ওই স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে অস্থায়ীভাবে জমা করা হয়। পরবর্তীতে এসব স্বর্ণ সংশ্লিষ্ট আটকের বিপরীতে দায়েরকৃত মামলা নিষ্পত্তি সাপেক্ষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলে স্থায়ীভাবে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়।

তিনি বলেন, আটককৃত স্বর্ণের মধ্যে ঢাকা কাস্টম হাউস এক হাজার ৬৬৮ দশমিক ৫৬ কেজি, ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক হাজার ৭৪৮ দশমিক ৮৩২ কেজি, চট্টগ্রাম কাস্টমস হাউস ৬৬৬ দশমিক ৯২৯ কেজি স্বর্ণ, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ১৬ দশমিক ১১ কেজি, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ২৩ দশমিক ২২০ কেজি, রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ছয় দশমিক ২৬৬ কেজি এবং বেনাপোল কাস্টমস হাউস দশমিক ৫০৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিগত মেয়াদে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত এবং চলমান মেয়াদের ২০১৭ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্বর্ণের বার ও বিভিন্ন রকম স্বর্ণের অলঙ্কার আটক করা হয়েছে।

তিনি বলেন, দেশের থানাসমূহে রুজুকৃত মামলার হিসাব অনুযায়ী আটককৃত এ সব স্বর্ণের ওজন প্রায় এক হাজার ৭১৮ কেজি ৬২ গ্রাম।

বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ সবুজ মিয়া(৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে থেকে স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক সবুজ বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি স্বর্ণপাচারকারী বলে জানা গেছে।

বিজিবি-৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে বড় একটি স্বর্ণের চালান পাচার হয়ে আসছে এমন গোপন খবর আসে। এ খবরের ভিত্তিতে সন্দেহভাজন এক ইজিবাইকচালককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। ওই স্বর্ণের বারের ওজন দুই কেজি ৩০০ গ্রাম, যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা। তবে স্বর্ণের মালিক কে, তা জানা যায়নি।

আটক যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

 

কোচিংয়ে যুক্ত ৭২ শিক্ষকের এমপিও বাতিল হচ্ছে

রাজধানীর চারটি স্কুল ও কলেজের কোচিংয়ে যুক্ত ৭২ জন শিক্ষকের এমপিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসাবে এসব শিক্ষকদের কাছে রবিবার কারণ দর্শণোর নোটিশ পাঠানো হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে জবাব পাঠাতে হবে। জবাব সন্তোষজনক না হলে এমপিও বাতিল করা হবে।

 

কোচিংয়ে যুক্ত ৭২ জন শিক্ষকের মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩৬ জন, মতিঝিল স্কুল এন্ড কলেজের ২৪ জন, ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজের ৭ জন এবং রাজউক উত্তরা স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষক।

 

এরা সকলেই কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা তোয়াক্কা না করে কোচিং বাণিজ্য পরিচালনা করে। এ অনিয়মের মাধ্যমে তারা বাড়ি গাড়ি অঢেল সম্পত্তির মালিক বনে যান। শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী না হয়ে অর্থ লোভে শিক্ষার্থীদের কৌশলে নিজের কোচিংয়ে আনতে বাধ্য করতো

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মিয়ানমার সীমান্তে শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রবিবার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের পক্ষে ইয়াসিন আলীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃংখলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

ইয়াসিন আলীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন প্রকার মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক আসে। এসব মাদক চোরাচালান রোধে প্রতিবেশি দেশ ভারত আমাদের সহযোগিতা করছে। এ ব্যাপারে মিয়ানমারের সাথেও আলোচনা হচ্ছে।