দর্শনা জয়নগর সিমান্ত পথে আনা হচ্ছে ভারতীয় মালামাল

মফিজের বিরুদ্ধে প্রসাশনের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ
স্টাফ রিপোটার: দর্শনা জয়নগর সিমান্ত পথে ভারত থেকে পাচার করে আনা হচ্ছে লাগেজ মালামাল। এ ক্ষেত্রে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব, তেমনই প্রশাসনের নাম ভাঙিয়ে পকেট ভারি করছে বেশ কয়েকজন চিহ্নিত দালাল। দর্শনা সিমান্ত পথে দীর্ঘদিন ধরে লাগেজ কারবার হয়ে আসছিলো। বিজিবি ও পুলিশের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষের কড়া নজরদারির কারণে কিছুটা থমকে গিয়েছিলো লাগেজ কারবারীরা। কিছুদিন এ কারবার বন্ধ থাকলেও সম্প্রতি অসাধু কিছু লাগেজ কারবারী অভিনব কৌশল অবলম্বন করেছেন। অভিযোগ উঠেছে, ভারতের গেদে থেকে লাখ লাখ টাকার লাগেজ মালামাল এনে জমা করা হয়ে থাকে। গেদের বেশ কয়েকজন অভিযুক্ত দালাল সুযোগ-সুবিধা বুঝে বিভিন্নভাবে ওই মালামাল অবৈধভাবে পাচার করে দেশে পাঠাচ্ছে। সারাদিন পাচার হয়ে আসা শাড়ি, থ্রিপিচ, শার্ট পিচ, প্যান্ট পিচ, চাঁদর, লেহেঙ্গাসহ রকমারি কসমেটিক ও মনোহারী মালামাল সামগ্রী জয়নগরের জনৈক রাজ্জাকসহ কয়েকজনের হেফাজতে রাখা হয়ে থাকে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুযোগ বুঝে সন্ধ্যার পর থেকে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনযোগে রাজ্জাক, সব্দুলসহ ৪-৫ জন চোরাকারবারী গন্তব্যে পৌঁছুনোর ব্যবস্থা করে থাকে। অভিযোগ উঠেছে, কথিত দালাল মফিজ প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাকারবারীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছে। ফলে বিজিবি, পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষের উদ্দ্যোগ ভেস্তে যাচ্ছে। সরকার হারাচ্ছে রাজস্ব। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত মফিজ, রাজ্জাক ও সব্দুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক, পুলিশ সুপার ও কাস্টমস সার্কেলের সহকারি কমিশনারের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।