চুয়াডাঙ্গা পৌরসভার বর্তমান পৌর পরিষদ তিন বছরে পা দিয়েছে
স্টাফ রিপোর্টার: ৪৬ বছরের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা পৌরসভার বর্তমান পৌর পরিষদ দুই বছর অতিক্রম করলো। গতকাল ৪ ফেব্রুয়ারি ছিলো বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বাধীন পৌর পরিষদ পাঁচ বছরের মধ্যে দুই বছর পার করে তিন বছরে পা দিয়েছে। এই দুই বছরে বর্তমান পৌর পরিষদের ৬২ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামী তিন বছরে পৌরসভাকে মডেল পৌরসভায় সাজানো হবে বলে জানিয়েছেন পৌর মেয়র।
বিগত ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে ১২ জন কাউন্সিলর দায়িত্বভার গ্রহণ করেন। কাউন্সিলররা হলেন, শাহীনা আক্তার রুবি, সুলতানা আরা বেগম, শেফালী খাতুন, জাহাঙ্গীর আলম, মুন্সি রেজাউল করিম খোকন, নাজমুস সালেহীন লিটন, জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মোস্তফা শেখ, রাসেদুল হাসান মানু, আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি ও একরামুল হক মুক্তা। এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর নাজমুস সালেহীন লিটন হঠাৎ মৃত্যুবরণ করেন। তবে, বিগত ২৮ ডিসেম্বর কাউন্সিলর নির্বাচনে লিটনের স্ত্রী নাজরীন পারভীন মলি নির্বাচনে বিজয়ী হন। তিনি গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌরসভায় দায়িত্বভার গ্রহণ করেছেন।
চুয়াডাঙ্গা পৌরসভায় বিগত দুই বছরে ৬২ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১৮৫ টাকার অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে জাপানের জাইকার অর্থায়নে হাজরাহাটি গ্রামে দেড় কোটি টাকা ব্যয়ে উন্নতমানের উৎপাদক নলকুপ স্থাপিত হয়েছে। ১১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ ও ৪টি নতুন উৎপাদক নলকুপ স্থাপন কাজ শেষ পর্যায়ে রয়েছে। সর্বমোট পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে (ইউজিএইচপি-৩) ৩৬ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ১৬ টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও রিংস্লাব নির্মাণ এবং বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ১৬৮ টাকা রয়েছে।
গতকাল রোববার দুপুরে এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, পৌরবাসীসহ সকলের সহযোগীতায় ইতোমধ্যে ৬২ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। জাইকার অর্থায়নে গভীর নলকুপের কাজ চলছে। এডিবির অর্থায়নে সোলার লাইট স্থাপন করা হবে। পানির পাইপ স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পানি শোধনাগার শিগগিরই উদ্বোধন করা হবে। ১ কোটি টাকার এডিবির টে-ার প্রদান করা হবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী তিন বছরে চুয়াডাঙ্গা পৌরসভাকে মডেল পৌরসভায় সাজানো হবে।