জীবননগর পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান
জীবননগর ব্যুরো: ‘চার গডফাদারের নেতৃত্বে চুয়াডাঙ্গার ইয়াবা ব্যবসা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকসহ দৈনিক মাথাভাঙ্গায় গত শুক্র ও শনিবার সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসেছে পুলিশ। গতকাল শনিবার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট শাওনসহ ১১ জনকে গ্রেফতার করেছে। এসময় ৪০ পিস ইয়াবা ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ৩৪ ধারার আসামিও রয়েছে। ওসি এনামুল হকের বদলীর পর সদ্য যোগদানকৃত ওসি মাহমুদ মাদকবিরোধী এ অভিযান শুরু করলেন।
জীবননগর থানা জানায়, ওসি মাহমুদুর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর কাজি সামসুর রহমান, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তাফা, তারিকুল ইসলাম, এএসআই সাজ্জাদুর রহমান এবং শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহানগর উত্তর ও দক্ষিণপাড়া, গোয়ালপাড়া, সদরপাড়া, গয়েশপুর ও কাশিপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মহানগর উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ইয়াবা স¤্রাট সালাউদ্দিন ওরফে শাওন, মহানগর দক্ষিণপাড়ার জাকির হোসেনের ছেলে সাব্বির, ফেনসিডিলসহ গোয়ালপাড়া গ্রামের মাদরাসাপাড়ার মিনাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, নতুনপাড়ার মকছেদ আলীর ছেলে কদর, গোয়ালপাড়া গ্রামের মাদরাসাপাড়ার মৃত সোমা মিয়ার ছেলে নূরুল ইসলাম, নিয়মিত মামলার আসামি গয়েশপুর গ্রামের জুম্মাতের ছেলে বাপ্পি, মহানগর দক্ষিণপাড়ার মৃত মমিনুল ইসলামের ছেলে শেখ নাজমুল, পুলিশের ৩৪ ধারায় গয়েশপুরের শামসুল হকের ছেলে লাল্টু, নতুনপাড়ার শের জান ম-লের ছেলে জানাবুল, সদরপাড়ার হিম্মত আলীর ছেলে রিপন ও কাশিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিনাজুল ওরফে ঝন্টুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৩টায় গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এদিকে থানার নবাগত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ ১১ জনকে গ্রেফতারের খবর সাংবাদিকদের নিশ্চিত করে জানিয়েছেন ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজাসহ সকল ধরনের চোরাচালানীদের বিরুদ্ধে পুলিশের এ বিশেষ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। নিয়ন্ত্রণে আনা হবে মাদকের বিস্তার।